একুশকে সামনে রেখে দলীয় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই ছিল সেই বৈঠক। আর সেই বৈঠকে তৃণমূলের দলীয় স্তরে বড়সড় রদবদল হয়েছে। আগামী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন। আর পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি। নির্বাচনের আগে দলের ভোল বদলে ফেলতে চান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই ছিল এদিনের বৈঠক।
বৈঠক শেষে জানা গেল, দলীয় নেতৃত্বে বড়সড় রদবদল আনা হয়েছে। হাওড়ায় জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অরূপ রায়কে। বদলে দায়িত্ব দেওয়া হয়েছে অপেক্ষাকৃত তরুণ মুখ লক্ষীরতন শুক্লাকে। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতির পদ থেকে অর্পিতা ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরে সভাপতি গৌতম দাস।
এছাড়া নদিয়ায় জেলা সভাপতি করা হয়েছে সাংসদ মহুয়া মৈত্রকে। কোচবিহারে তৃণমূল সভাপতি হলেন পার্থপ্রতিম রায়। এছাড়া ছত্রধর মাহাতোকে নিয়ে আসা হয়েছে তৃণমূলের রাজ্য কমিটিতে।
মঙ্গলবার ভার্চুয়াল ভাষণে মমতাই জানিয়েছিলেন, শহিদ দিবস মিটলেই তিনি দলকে নিয়ে বসবেন। সেইমতো দলের বাছাই করা রাজ্যস্তরের নেতা ও জেলার পদাধিকারীদের নিয়ে এদিন ভিডিও বৈঠক করেন তিনি। লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের ফল আশানুরূপ হয়নি। বিধানসভা ভোটের আগে তাই দলীয় নেতৃত্বের কিছু রদবদল হতে পারে, এমন সম্ভাবনা আগে থেকেই ছিল। রাজ্যের শাসন ব্যবস্থায় দুটি ইনিংস শেষ করে তৃণমূল হ্যাটট্রিক করবে, এমনটাই আশা দলের নেতা-কর্মীদের।
দলের যে কোর কমিটি গঠন করা হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জায়গা হয়েছে শুভেন্দু অধিকারীরও। এছাড়া কোর কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সিও।
Be the first to comment