করোনা পরীক্ষার নামে প্রতারণার ফাঁদে পা দেবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

করোনা পরীক্ষার নামে বেশ কিছু অসাধু ব্যবসায়ী ফাঁদ পেতেছে। করোনা পরীক্ষার নামে কলকাতা ও তার আশপাশের এলাকাগুলিতে প্রতারণা চক্র চালাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। বিষয়টি নিয়ে এবার রাজ্যবাসীকে সচেতন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘সরকারি অনুমোদন নেই এমন কোনও সংস্থাকে এব্যাপারে বিশ্বাস করবেন না’, বৃহস্পতিবার এভাবেই প্রতারণা চক্র থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

করোনা পরীক্ষার নামে প্রতারণার ফাঁদ পেতেছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ইতিমধ্যেই কলকাতা ও শহরতলি থেকে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে।

সম্প্রতি ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালের নাম করে করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ ওঠে। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। বৃহস্পতিবার এই প্রতারণা চক্র সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বৈধ কাগজ পত্র ছাড়া কেউ যদি নিজেকে ল্যবরেটরি অথবা হাসপাতালের এজেন্ট বলে দাবি করে নমুনা সংগ্রহের চেষ্টা করেন সেক্ষত্রে সর্তক থাকতে হবে। সরকারি স্ট্যাম্প দেখে নিতে হবে। আতঙ্কিত হয়ে প্রতারণা চক্রে পা দেবেন না।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*