পদ্মাবতী সিনেমা নিয়ে সারা দেশজুড়ে যখন বিতর্ক চলছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বললেন, পদ্মাবতী কলকাতায় মুক্তি পাক। প্রসঙ্গত পদ্মাবতী মুক্তি পাওয়া নিয়ে যে বিতর্কের তৈরী হয়েছে সে বিষয়ে প্রতিবাদ জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী। এ বার খোলাখুলি বললেন, তার রাজ্যে পদ্মাবতী মুক্তি পাওয়ার সমর্থন আছে তার।
ইন্ডিয়া টুডের বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সারদেশাইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন, পদ্মাবতীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা। এর জন্য বিশেষ ব্যবস্থা করতেও রাজি আছি আমরা।
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি যেখানে পদ্মাবতীর মুক্তির প্রশ্নে সরাসরি না বলে দিয়েছেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও অনুমতি দেননি ছবির মুক্তিতে। প্রায়ই একই ঘটনা ঘটিয়েছেন উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীরাও। এটাই বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মানসিক উদারতা যে বিতর্ক থাকা সত্ত্বেও তিনি মত প্রকাশে স্বাধীনতা, সংস্কৃতির স্বাধীনতাকে গুরুত্ব দিলেন।
Be the first to comment