লোকসভায় গো-হারা হয়েছিলাম, বিধানসভায় উত্তরবঙ্গ পুষিয়ে দেবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস ৷ তবে, উত্তরবঙ্গে সেভাবে দাগ কাটতে পারেনি ৷ এমনকী সম্প্রতি ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের 8টি আসনের একটিতেও জয় তুলে নিতে পারেনি তৃণমূল ৷ ৭টিতে জয় তুলে নেয় বিজেপি ও একটি আসনে জয় পায় কংগ্রেস ৷

এবার তৃণমূল নেত্রীর গলায় সেই ক্ষোভ ধরা পড়ল ৷ উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে এসে শিলিগুড়িতে তিনি বলেন, ২০১৯ লোকসভায় আমরা এখানে গো-হারা হয়েছিলাম ৷ তবে আশাবাদী তৃণমূল নেত্রী ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মানুষ তাঁকে নিরাশ করবে না বলেই ধারণা তাঁর ৷ বলেন, আমি জানি লোকসভার ক্ষত আপনারা এবার মিটিয়ে দেবেন ৷

একই সঙ্গে তৃণমূলের শাসনকালে উত্তরবঙ্গে তিনি কী কী উন্নয়ন করেছেন তারও খতিয়ান দেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, আমরা মাত্র ৬-৭ বছর সময় পেয়েছি ৷ তার মধ্যে ৪৩টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল ও ৩৪টি বিশ্ববিদ্যালয় বানিয়েছি ৷ আগে উত্তরবঙ্গকে কেউ গুরুত্ব দিত না বলেও অভিযোগ করেন তিনি ৷

উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলা আজ গোটা দেশের ভবিষ্যৎ৷ সারা বিশ্ব বাংলার দিকে তাকিয়ে ৷ রেশন কার্ড ডিজিটাল করা হয়েছে ৷ আমি স্বাস্থ্যসাথী কার্ড করেছি ৷ বাচ্চাদের পড়াশোনার জন্য আমরা ট্যাব কেনার টাকা দিয়েছি ৷

একই মঞ্চে কেন্দ্রকেও আক্রমণ করতে ছাড়েননি মমতা ৷ বলেন, ওরা দেশকে পুরো বেচে দেবে ৷ বলছে পেপারলেস বাজেট ৷ আসলে ওইসব কাগজ কোথায় লুকিয়ে দেবে কেউ খুঁজে পাবে না ৷ ভোটের আগে বলছে বাংলায় রাস্তা বানাবেন ৷ পশ্চিমবঙ্গে রাস্তা বানাতে হবে না ৷ যা বানানোর আমি বানিয়ে দেব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*