পিএম কিষাণ নিধিতে ভাগচাষিদেরও যুক্ত করার দাবি মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে ভাগচাষি ও ছোট চাষিদের যুক্ত করার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বাজেট আলোচনার জবাবি বক্তৃতায় বিধানসভায় পিএম কিষাণ নিধি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে কৃষক-বিরোধী তকমা দিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্প নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভাগচাষিরা টাকা পাক এটা আমিও চাই। কেন্দ্রের প্রকল্প অনুযায়ী ২ একর জমি থাকলে তবেই ওই প্রকল্পের সুবিধা মিলবে। আমরা তথ্য চাইলেও কেন্দ্র দেয়নি। কেন্দ্র রাজ্যের পোর্টালে কৃষকদের হিসেব দেয়নি। কেন্দ্র থেকে ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা আড়াই লক্ষ সার্ভে করে দিয়েছি।’’

এদিকে, এদিনই নয়া কৃষি আইন নিয়ে রাজ্যসভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের নয়া আইন নিয়ে কৃষকদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যসভায় দাঁড়িয়ে নিজের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী জানান, এমএসপি ছিল, এমএসপি আছে ও এমএসপি থাকবে।

কৃষকদের এই নিয়ে দুশ্চিন্তা করার কোনও প্রয়োজন নেই। ভবিষত্যেও এমএসপি তুলে দেওয়ার কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন রাজ্যসভায় প্রধানমন্ত্রী আরও জানান, নূন্যতম মূল্যে রেশন তুলে দেওয়া হবে গরিবদের হাতে। মান্ডিগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তাই কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই। কেন্দ্র কৃষকদের পাশেই রয়েছে।

নয়া কৃষি আইন নিয়ে বিরোধীদের প্রবল প্রতিবাদ নিয়েও এদিন মুখ খুলেছেন মোদী । তিনি এদিন বলেন, ‘‘কৃষক আন্দোলন নিয়ে কথা বলছেন বিরোধীরা। কিন্তু কৃষিমন্ত্রীর প্রশ্নের জবাব কেউ দিচ্ছেন না। দেশে ৩৩ শতাংশ কৃষকের ২ বিঘেরও কম জমি। ১৮ শতাংশ কৃষকের ২-৪ বিঘা জমি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*