একুশের মহারণের মুখে দলত্যাগী শুভেন্দু অধিকারী-রাজীব বন্দ্যোপাধ্যায়দের নাম না করে ফের আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালনার সভায় মমতা বলেন, ‘কয়েকটি দুষ্টু গোরু দুর্নীতি ঢাকতে হাম্বা হাম্বা ডাকতে ডাকতে এখানে ওখানে যাচ্ছে। তাঁরা গিয়েছেন ভালো হয়েছে। পাপ বিদায় নিয়েছে’। এরপরই শুভেন্দু-রাজীবদের নাম না করে মমতার নিশানা, ‘মা ছেলেদের লালনপালন করবে। তারপর মা যখন অসুস্থ হবে, মায়ের যখন প্রয়োজন হবে, তখন তাঁকে বিশ্বাসঘাতকতা করে পালাবে। তুমি মায়ের সুসন্তান নয়, কুসন্তান’।
উল্লেখ্য, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। এরপরই দলত্যাগীদের উদ্দেশ্যে সোচ্চার হন মমতা। তবে, এই প্রথম মা-সন্তানের সম্পর্ক নিয়ে যেভাবে দলত্যাগীদের আক্রমণ করলেন মমতা, তা উল্লেখযোগ্য বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
অন্যদিকে, তৃণমূলত্যাগীদের বিঁধে মমতা এদিন আরও বলেছেন, ‘যাঁরা তৃণমূলে থেকে তৃণমূলের খারাপ করেন, তাঁদের দলে থাকার প্রয়োজন নেই। তৃণমূল তাঁরাই করবেন, যাঁরা মানুষের কাজ করবেন। শান্তি, স্বস্তিতে থাকতে গেলে তৃণমূলই আপনাদের ভালো বন্ধু। তৃণমূলে কেউ অন্যায় করলে আমি গার্জেন হিসেবে রয়েছি। একদম কানমূলে দেব। দরকার হলে গালে থাপ্পড় দেব। অন্যায় আমি বরদাস্ত করব না। তাই দু-একজন ভয় পেয়ে পালিয়েছে। ভাবছে আমি টিকিট দেব না। কেন দেব?’
Be the first to comment