বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা। কিন্তু, তা সত্ত্বেও এরাজ্যে মেয়েদের কোনও সুরক্ষা নেই। ধর্ষণে এগিয়ে বাংলা৷ ডোমেস্টিক ভায়োলেন্সে এগিয়ে বাংলা।” নবদ্বীপ থেকে পরিবর্তন রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশে কড়া আক্রমণ করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ বুধবার রায়গঞ্জের সভা থেকে তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷
এদিন মমতা বলেন, বিজেপি রোজ বলে বেড়াচ্ছে, মহিলারা নাকি ঘর থেকে বেরোতে পারে না। জিজ্ঞেস করুন ওদের, উত্তরপ্রদেশে কী হচ্ছে। কী ভাবে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। আমাদের বাংলা সোনার বাংলা, এ মাটি সোনার মাটি। এই মাটিতে কোনও রকম গন্ডগোল, কোনও রকম অশান্তি আমরা করতে দেব না।
বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে মমতা বলেন, এরা মানুষের চোখ ন্যাবা করে দিচ্ছে। আমরা যা বলছি, সেটাই বিশ্বাস কর। কেন করবেন? ঘরে বসে ভিডিয়ো তৈরি করছে, যেমন সিনেমা তৈরি করে, যেমন নাটক তৈরি করে। সেই রকম ভিডিয়ো তৈরি করে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিচ্ছে, আর বলছে, দেখুন বাংলায় কী রকম অত্যাচার হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় মহিলা কমিশনে অভিযোগ অনুযায়ী, গোটা দেশের মধ্যে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশেই মহিলা নির্যাতন সর্বাপেক্ষা বেশি। সেখানে অভিযোগ জমা পড়েছে ১১ হাজার ৮৭২টি। সেখানে দশম স্থানে রয়েছে বাংলা৷
তবে বিজেপি এরাজ্যে ক্ষমতা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ শাসক দলকে বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই ‘আর নয় মহিলাদের অসুরক্ষা’ প্রকল্পের সূচনা করেছে গেরুয়া শিবির। গত সাড়ে ৯ বছরে মহিলাদের উপর কী কী অত্যাচার হয়েছে, তার বর্ণণা দিয়ে একটি পুস্তকও প্রকাশ করা হয়েছে।
Be the first to comment