নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ১১ মার্চ ওই আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তিনি এমনটাই সূত্র মারফত জানা গেছে।
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামের তেখালির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি নন্দীগ্রাম থেকে ভোটে লড়তে চান।
১১ মার্চ, মহাশিবরাত্রিতে বেলা ১২টায় হলদিয়ায় নন্দীগ্রাম আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে পারেন তিনি। পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নির্ঘণ্ট অনুযায়ী ১ এপ্রিল ভোট নন্দীগ্রামে। এই নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী।
Be the first to comment