খেলা হবে, দেখা হবে, জেতা হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে প্রত্যয়ী মমতা

Spread the love

একুশের মহারণে জোড়াফুলের ঘুঁটি সাজানো শেষ। জনসভায় গিয়ে প্রচারের শুরুতেই বলেছিলেন নন্দীগ্রাম থেকেই তৃণমূল প্রার্থী হবেন তিনি নিজেই। সেই কথা রেখেই একুশের মহাযুদ্ধে নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুরে দাঁড়াচ্ছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ১০ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তৃণমূল সুপ্রিমো।

একুশের যুদ্ধে প্রার্থী তালিকায় একাধিক চমক জোড়াফুল শিবিরে। মসনদের লড়াই জিততে সিংহাসনের কঠিন অঙ্কে গ্ল্যামারই আরও একবার তৃণমূলের হাতিয়ার। পোড় খাওয়া দুঁদে মন্ত্রী নেতার সঙ্গে জায়গা করে নিয়েছে ২ দিন আগে জোড়ফুলে যোগ দেওয়া তারকারাও। আক্ষরিক অর্থেই তৃণমূলের প্রার্থী তালিকা তারকা খচিত। আপেক্ষিক দুর্বল আসনে একের পর এক চমক দিয়ে তারকা প্রার্থীরাই মমতার মাস্ট্রারস্ট্রোক। ভোটের অঙ্কের সঙ্গে জনপ্রিয়তার বিচারের ফ্যাক্টর জুড়ে যাওয়ায় তালিকায় রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নি, কাঞ্চন মল্লিকের সঙ্গে স্থান পেয়েছে সদ্য যোগদানকারী অভিনেত্রী সায়ন্তিকা ও গায়িকা অদিতি মুন্সীও।

এমনকী ঝাড়গ্রামের মন জিততে প্রার্থী জনপ্রিয় সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা।তবে গ্ল্যামার গুরুত্ব পেলেও বাদ পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়ের মতো প্রাক্তন বিধায়ক।

কালীঘাটে শুভ দিনে শুভ সময়ে ২৯৪ আসনের বিধানসভার ২৯১টিতে প্রার্থী ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। ঘোষণা শুরুতেই নেত্রী বলেন, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ের তিনটি আসন ‘বন্ধু’ দল জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার জন্য ছাড়া হয়েছে। একসঙ্গে এতদিন কাজ করেও বয়স ও অসুস্থতার কারণে তৃণমূলের যেসব পরিচিত নেতাদের প্রার্থী করা সম্ভব হল না সেই নিয়েও দুঃখপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ক্ষমতায় ফিরলে এই দায়িত্ববান ব্যক্তিদের বিধান পরিষদ তৈরির মাধ্যমে ফের গুরুত্বপদে বহাল করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*