২ মে-রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে, প্রস্তুত থেকোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত গুরুতর। বাঁ পায়ের গোড়ালির হাড়ে প্লাস্টার করতে হয়েছে। তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চাইছেন ৮ সদস্যের চিকিৎসকদের বোর্ড এই অবস্থায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনটাই যেন তৃণমূলের লড়াইয়ের এপিসেন্টার হয়ে উঠছে।

আহত তৃণমূল সুপ্রিমোর ক্লান্ত, ভেঙে পড়া মুখটা যেন রাতারাতি শতগুণ চাগিয়ে দিচ্ছে তৃণমূলকে। নেত্রীর অবমাননা তত্ত্বকে সামনে রেখেই সর্বাত্মক আন্দোলনের পথে নামতে চাইছে তৃণমূল। রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে চাইছে দল। ইতিমধ্যেই হাওড়া শোভাবাজার-সহ (বুধবার রাত থেকেই) বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ প্রদর্শনও শুরু করেছেন তৃণমূল কর্মীরা।

বিক্ষোভের ঢেউ পৌঁছেছে উত্তরবঙ্গেও। আজও জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা। শেষ পাওযা খবর অনুযায়ী, রেল অবরোধ শুরু হয়েছে কদম্বগাছি  স্টেশনে। উলুবেরিয়া, আরামবাগে টায়ার জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা। বিক্ষোভ দেখানো হয় মেদিনীপুর শহরেও।

বুধবার নন্দীগ্রামের বিরুলিয়ায় আহত হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে তড়িঘড়ি কলকাতা নিয়ে আসা হয়। এসএসকেএম-এ আসেন দলের সব বরিষ্ঠ নেতারা। পায়ে পায়ে আসেন কয়েক হাজার তৃণমূল কর্মীও। রাজ্যপাল জগদীপ ধনখড় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এলে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা।

বুধবার মধ্যরাতে একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির উদ্দেশ্যে লেখেন, “২ মে রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত থেকো।” ট্যুইটটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও শেয়ার করেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণ কাপুরুষিত কাজ ঘটনার তীব্র নিন্দা করি| চন্দ্রিমা ভট্টাচার্য সরাসপি পরিকল্পিত হামলাই বলছেন এই ঘটনাকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকৌশল এরপর কী হবে তা জানা নেই, ঠিক কবে আবার বেরোতে পারবেন মমতাও তাও অনিশ্চিত। তবে তৃণমূল চাইছে কখনও ছুটি না নেওযা, সর্বদা তৎপর দলনেত্রীর এই ছবিটাকে সামনে রেখেই সর্বাত্মক ভাবে ঝাঁপাতে। দলের কর্মীরা মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই ছবিটা অনেক ভাঙন রুখে দিয়ে একজোট করবে সব স্তরের কর্মীদের।

বুধবার মধ্যরাতে একটি ট্যুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বিজেপির উদ্দেশ্যে লেখেন, “২ মে রবিবার বাংলার মানুষ শক্তি দেখাবে। প্রস্তুত থেকো।” ট্যুইটটিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও শেয়ার করেন। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ও বলেন, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর আক্রমণ কাপুরুষিত কাজ ঘটনার তীব্র নিন্দা করি| চন্দ্রিমা ভট্টাচার্য সরাসপি পরিকল্পিত হামলাই বলছেন এই ঘটনাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*