মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা রকমের চটি পরতে নির্দেশ চিকিৎসকদের

Spread the love

নন্দীগ্রামে প্রচারে গিয়ে গত বুধবার আহত হন মমতা বন্দ্য়োপাধ্যায়৷ তার পর সেখান থেকেই তাঁকে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়৷ তারপর বিভিন্ন উদ্বেগের মুহূর্ত কাটিয়ে চারদিন বাদে নিজের বাড়ি ফিরলেন মমতা৷

চিকিৎসকরা জানান তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণের পরেই তাঁকে ছাড়া হয়েছে৷ তাঁর পায়ে শুক্রবার সকালে প্রাথমিক প্লাস্টার খুলে পরীক্ষা করার পর ফের নতুন প্লাস্টার করা হয়৷ তাঁর হেমাটোমার অবস্থা আগের থেকে ভালো হলেও তাঁকে একাধিক নিয়ম মেনে চলতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন৷ তাঁকে হুইলচেয়ার কিম্বা ক্রাচ নিয়ে ঘোরার নির্দেশ দেওয়া হয়েছে৷

তবে সকলের জন্য যেটা চমকের তা হল জননেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিচিত ট্রেডমার্ক হাওয়াই চটি এখন পরতে পারবেন না৷ তিনি চটিই পরবেন তবে তা একটু অন্যধরণের হবে৷ এমনটাই প্রস্তাব দিয়েছেন এসএসকেএমের চিকিৎসকদের প্যানেল৷

সূত্রের খবর, বাড়ি ফিরে যাওয়ার জন্য চিকিৎসকদের কাছে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী৷ হাসপাতাল থেকে নিজের গাড়িতেই সরাসরি কালীঘাটের বাড়িতে ফিরলেন মমতার৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এ দিনই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে, তার সম্ভাবনা জোরাল ছিল৷ কারণ গতকালই মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ভিডিও বার্তায় জানিয়েছিলেন দু’- তিন দিনের মধ্যে প্রয়োজনে হুইলচেয়ারেও প্রচারে ফিরবেন তিনি৷ বাড়ি ফেরার পর দু’- একদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে প্রচার শুরু করতে পারেন৷

হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর গোড়ালির চোট এ দিন ফের একবার ভাল ভাবে পরীক্ষা করেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা৷ মুখ্যমন্ত্রীর পায়ের ফোলা- ব্য়থা এ দিন অনেকটাই কমেছে বলে খবর৷ হাসপাতাল থেকে ফিরলেও বেশ কয়েকদিন হুইলচেয়ারেই কাটাতে হবে মমতাকে৷ কীভাবে হুইলচেয়ার ব্যবহার করতে হবে, তা ভালভাবে মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন চিকিৎসকরা৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য এবং দেহরক্ষীদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ে কোনও ভাবে চাপ না পড়ে বা নতুন করে আঘাত না লাগে৷

নন্দীগ্রামে প্রচারে গিয়ে গত বুধবার আহত হন মমতা বন্দ্য়োপাধ্যায়৷ তার পর সেখান থেকেই তাঁকে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*