কোভিড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন মমতা

Spread the love

কোভিড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বুধবার গোটা দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন নরেন্দ্র মোদি ৷ তাতে বিভিন্ন রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছিল ৷ কিন্তু মমতা এদিন ব্য়স্ত ছিলেন বিধানসভা ভোটের প্রচারে ৷ তাই মোদির ভার্চুয়াল বৈঠকে দেখা যায়নি তাঁকে ৷

রাজ্য় সরকারের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চলতি মাসেই শুরু হয়ে যাবে বিধানসভা নির্বাচন ৷ তাই দলের প্রচারে দিনভর ব্য়স্ত থাকতে হচ্ছে তৃণমূল সুপ্রিমোকে ৷ এদিনও গোপীবল্লভপুর ও লালগড়ে দু’টি সভা ছিল মমতার ৷ তাই তাঁর পক্ষে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকা সম্ভব হয়নি ৷ বদলে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় রাজ্য়ের প্রতিনিধিত্ব করেন ৷

প্রসঙ্গত, এদিন গোপীবল্লভপুরের সভামঞ্চ থেকে করোনা প্রসঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রীকেই তোপ দাগেন মমতা ৷ তাঁর দাবি, রাজ্য়ের প্রত্য়েকটি মানুষকে বিনামূল্যে টিকা দিতে চেয়েছিল নবান্ন ৷ তবে তারজন্য কেন্দ্রের অনুমতি দরকার ৷ কিন্তু নরেন্দ্র মোদি সেই অনুমতি দেননি বলেই রাজ্যের প্রত্যেকটি বাসিন্দাকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া যায়নি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*