ধর্ম অনেক আছে তবে প্রথম কথা আমরা সবাই মানুষঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

১ লক্ষেরও বেশী মানুষ এরাজ্যে ছট পুজো উৎসবে মেতে ওঠেন। বিহার, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও সমানভাবে ছট পুজো পালিত হয়। এটা বাংলার গৌরব, বাংলার পরম্পরা। সব উৎসবই এখানে হয়। বহুবছর ধরেই আমি এখানে আসি। মঙ্গলবার বিকেলে ছট পুজো উপলক্ষে দই ঘাটে গিয়ে একথাই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, প্রথমদিকে এই ঘাটের অবস্থা খুবই খারাপ ছিলো। সাংসদ তহবিলের টাকা থেকে এই ঘাট পুননির্মাণের ব্যবস্থা করি। তিনি আরও জানান, আজ ছট পুজো উপলক্ষে রাজ্যসরকার ছুটি ঘোষণা করেছে। কাউকে ছেড়ে কেউই একা থাকতে পারে না। সবাইকে নিয়েই একটি পরিবার তৈরি হয়। বাংলা এমনই এক মঞ্চ যাকে দেখলে মনে হবে এটাই তো আসল হিন্দুস্তান। এখানে ঈদে ও রমজানেও আমার নিমন্ত্রণ আসে। পাশাপাশি গুরু নানকের জন্মদিনে হালুয়া আসে। ছট পুজোয় আসে ঠেকুয়া। আমি যেমন দুর্গা পুজো করি ঠিক তেমনই ছট পুজোও করি। রমজান মাসে আবার রোজাও রাখি। আমার সমস্ত আচার পালন করতে ভালো লাগে।

তবে এখানেই থেমে থাকেন নি মুখ্যমন্ত্রী এদিন তিনি আরও বলেন, গঙ্গা আমাদের সবার। বলেন সব জায়গায় সব ধর্মের লোক কাজ করে। ধর্ম অনেক আছে তবে প্রথম কথা আমরা সবাই মানুষ। সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে হিন্দুস্তান আরও এগিয়ে যাবে। শান্তি ব্জায় থাকবে। আমরা টাকা চাই না, আমরা শান্তি চাই। সবাইকে এককাট্টা হয়ে থাকতে হবে। এটাই আমাদের পরম্পরা।

এদিন বিকেলে ছট পুজো উপলক্ষে কলকাতার দই ঘাটে উপস্থিত হয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*