রাজ্যে বিরোধ থাকলেও জাতীয় স্তরে একসঙ্গে লড়াই করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিজেপিকে হঠাতে আমরা সকলে একজোট হয়ে লড়াই করবো। রাজ্যে আমাদের সঙ্গে কংগ্রেস ও বামেদের বিরোধ থাকতেই পারে কিন্তু জাতীয় স্তরে আমরা সবাই একজোট। মূলত গণতন্ত্র রক্ষার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতেও প্রস্তুত তা এদিন স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী।

উল্লেখ্য, বুধবার যন্তরমন্তরে আম আদমী পার্টির ধর্নায় যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্নামঞ্চে বক্তব্য রাখার সময় মমতা দাবি করেন, দিল্লিতে কেজরিওয়াল লড়বে। আমরা সকলে তাঁকে সমর্থন জানাবো। অন্যদিকে এদিনের ধর্নামঞ্চে দেখা গেলো বামফ্রন্টের সীতারাম ইয়েচুরিকেও।

তবে এদিন লোকসভায় চিটফান্ড ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হলেও পরে সোনিয়া গান্ধীর তৎপরতায় তা অনেকটা প্রশমিত হয়। আর তারপরই কেজরিওয়ালের ধর্না মঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, রাজ্যে কংগ্রেস ও বামেদের সঙ্গে আমাদের বিরোধ থাক্তেই পারে। তবে জাতীয় স্তরে আমরা একসঙ্গে লড়াই করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*