ছবি ও ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
যখন কেউ বন্ধ বা ধর্মঘট ডাকে তখন বাস বা গাড়ির চাকা চালু থাকে। এটা পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী সহ পুরো পরিবহণ দফতরের কৃতিত্ব। আমরা ৫০ হাজার নতুন গাড়ি এবং ২১০০ নতুন বাস চালু করেছি। বুধবার নবান্নের সামনে পরিবহণ দফতরের এক অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন যে অভিনব জিনিসটি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু হল তা হলো ই-বাস অর্থাৎ ইলেকট্রিক চালিত বাস। এবছরের মধ্যে মোট ৮০টি ইলেকট্রিক বাস চালু হবে। তার জন্য ৫৫টি চার্জিং স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়েছে। এই সরকারি ই-বাসের ভাড়া আগের সরকারি বাসের ভাড়ার মতোই থাকবে।
পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনও প্রাইভেট সংস্থা যদি ইলেকট্রিক বাস চালু করতে চায় তারা আমাদের চার্জিং স্টেশনের ফেসিলিটি পাবে। কেবলমাত্র ইলেকট্রিকের বিল দিতে হবে। সরকারি এই ই-বাস গুলির রুট হলো এয়ারপোর্ট থেকে জোকা, শ্যাম্বাজার থেকে নবান্ন এবং টালিগঞ্জ থেকে বিধাননগর। বুধবার নবান্ন সভাঘরের সামনে থেকে ২০টি বৈদ্যুতিন বাস এবং ২০টি প্রাকৃতিক গ্যাস চালিত বাসের সবুজ পতাকা নাড়িয়ে শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, তথ্য সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য প্রমুখ।
দেখুন ভিডিও-
ক্লিক করুন নীচের লিঙ্কে-
দেখুন ছবি-
Be the first to comment