অসমের ধুবড়িতে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়; দেখুন!

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

দলীয় প্রার্থীদের সমর্থনে অসমের ধুবড়িতে জনসভায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে অসমের ৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেগুলির মধ্যে রয়েছে – করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকড়াঝাড়, বরপেটা ও গুয়াহাটি।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সভাস্থলে রয়েছেন ফিরহাদ হাকিম, রবীন্দ্রনাথ ঘোষ।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে আমার মা-মাটি-মানুষ রয়েছে। আমি যাতে এখানে না আসি, তার চেষ্টা করা হয়েছিল। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, চৌকিদার অনাচার, দুষ্টাচার, ভ্রষ্টাচার করে। প্রতিদিন মিথ্যা কথা বলেন। ওদের বোল্ড আউট করতে হবে। পাঁচ বছর বললো চাওয়ালা। কেটলি নিয়ে ঘুরল,চা বানাল। এখন তা ভুলে গেছেন। চা বানানো ভুলে গেছেন। দুধ দেওয়া ভুলে গেছেন। আপনাদের ললিপপ ধরিয়ে দেওয়া হচ্ছে। তা দিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ছিলেন দেশের, হয়ে গেলেন বিদেশি। আপনার ভোটার কার্জ রয়েছে, স্কুলের সার্টিফিকেট রয়েছে, জন্মের কার্ড রয়েছে। বলছে আপনাকে অধিকার দেবে? একটা ললিপপ NRC আর একটা ললিপপ হল নাগরিকত্ব সংশোধনী বিল।

মমতা এদিন বিজেপিকে একহাত নিয়ে বলেন, মুসলমানরা বিজেপির জাতশত্রু। নির্বাচন চলে গেলে আাবার রক্তচক্ষু দেখাবে। তিনি প্রশ্ন তোলেন বাংলার মানুষ অসমে থাকলে আপত্তি কোথায়? মুর্শিদাবাদের অনেক লোক এখানে থাকেন, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এরকম তো করবেই যাতে আমার কথা আপনাদের কানে না পৌঁছায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল একটা চক্রান্ত। এরা মানুষকে ভয় দেখায়, চমকায়। হিন্দু-মুসলমান এক হয়ে গেলে বিজেপি সংখ্যালঘু হয়ে যাবে বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, তৃণমূল মা, মাদার, আম্মা, মাটির দল। তৃণমূলকে ভয় দেখিয়ে কেনা যায় না। আমাদের এত দুর্বল ভাবার কারণ নেই। আগামীদিনে আমরা অসম জয় করব। অসমে আমরা তৃণমূল করা শুরু করেছি।

দেখুন ভিডিও!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/275006100072422/?t=5

দেখুন ছবি-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*