তুমি আমাকে যত আটকাবে তত আমি এগিয়ে যাব। কেন্দ্রীয় বাহিনীকে অভিনন্দন। তবে কেন্দ্রীয় বাহিনী মোটেও কেন্দ্রীয় সরকারের সম্পত্তি নয়। জীবন বাজি রেখে আপনাদের জন্য আমি সবকিছু করতে পারি। লড়তে পারলে লড়ুন, নাহলে জল-কলসি দেবো। নিজেদের রাজনৈতিক অবস্থানের দিকে লক্ষ্য করুন। শনিবার আলিপুরদুয়ারে বারোবিশায় নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা আরও বলেন, তৃণমূলের কথা শুনে আমাদের ভোট দিন। আপনাদের ভালো হোক, সেটাই আমরা চাই। দাঙ্গা নয় শান্তি চাই। অবুঝ নয়, সবুজ চাই। বিজেপিকে একটিও ভোট দেবেন না। আগামীদিনে কেন্দ্রে তৃণমূল সরকার গড়বে। নিজেদের ইজ্জত, মর্যাদাকে বিক্রি করবেন না। টাকা নিয়ে নেবেন কিন্তু, আপনি ওদের ভোট দেবেন না। সেটা আপনাদের অধিকার। পাশাপাশি এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপি ভোটে টাকার খেলা খেলছে। ভোট কিনতে দেবেন না। সব টাকা দেশ থেকে লুটে নিয়েছে বিজেপি।
আর তারপরই মোদীকে একহাত নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, চোরের মায়ের বড় গলা। হিটলারের ঠাকুরদাদা। মমতা বলেন, আমরা বনবাসীর পাশে রয়েছি। আমরা চাই, SC, আদিবাসীরা মর্যাদার সঙ্গে বাঁচুক। তিনি আরও বলেন, আয়ুষ্মান মিথ্যা কথা। আমরা ৪০ শতাংশ টাকা না দিলে হবে না। কেন দেব? বাংলায় আমরা বেকারত্বের হার ৪০ শতাংশ কমিয়েছি। ওরা চায় ভারতে বা বাংলাতে শুধু আরএসএস, বিজেপি থাকবে। আর কেউ নয়।
এছাড়াও মমতা বলেন, বাংলায় NRC হতে দেব না। বাঙালিদের তাড়ানো এত সহজ নয়। NRC ওদের নোংরা চক্রান্ত। বাংলায় বিজেপি ৪২-এ জিরো পাবে। এরপরই তিনি জানান, আমি বন্ধ চাবাগান খুলে দিয়েছি। আরও খোলার চেষ্টা করছি। আমরা জনতার রক্ত থেকে চা খাই না। মোদী বলেছিলেন, ৭টি চাবাগান খুলে দেবেন। কিন্তু, হয়েছে কি? আরএসএস-এর প্রচারকরা পয়সার থলি নিয়ে বসে থাকে। বলে-ভিক্ষা নিয়ে নিন, আমাদের ভোট দিন।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment