উত্তর দিনাজপুরে জনসভা মমতার,দেখুন লাইভ!

Spread the love

মাসানুর রহমান,

আজ উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন যতই এগিয়ে আসছে ততোই চড়ছে নির্বাচনী পারদ৷ বিভিন্ন রাজনৈতিক দলের একের পর এক জনসভায় সরগরম গোটা দেশ।

আজ দুপুর ১টায় উত্তর দিনাজপুরের ইটাহারে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সভা করবেন নারায়ণপুরে। গতকাল মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, আমরা কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিই কারণ সিপিএমের সঙ্গে কংগ্রেসের একটা বোঝাপড়া ছিল চিরকাল। সকাল বেলায় সিপিএম করে এরা, দুপুরবেলায় কংগ্রেস করে আর রাতের বেলায় বিজেপি করে। তিনি বলেন তাই বহরমপুরে কংগ্রেস ও অধীর চৌধুরীর হয়ে প্রচার করছে আরএসএস।

গতকাল বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রী বলেন,
বিজেপি সরকারের নীতির জন্যে বহু মানুষ চাকরি হারিয়েছেন। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকের সমস্যা হল আসল সমস্যা। এনআরসি ও নাগরিকত্ব বিলের নামে বৈধ ভারতীয়দের তাড়িয়ে দিতে চাইছে। আমরা সবাই নাগরিক। কিন্তু ওরা বলবে ছয় বছরের জন্য বিদেশী হয়ে যাও, তারপর ওরা নাগরিকত্ব দেওয়া নিয়ে ভাববে। কিন্তু ছয় বছরের জন্য এইসব নাগরিকদের কী হবে?

দেখুন লাইভ! নীচের লিঙ্কে ক্লিক করে

https://m.facebook.com/story.php?story_fbid=2263284123991009&id=364551790278835

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*