নতুন ভোটারদের নতুন ভোট দেশে নতুন সরকার গড়বে; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ দক্ষিণ দিনাজপুর জেলার ইটাহার ও নারায়ণপুরে জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, বিধানসভা নির্বাচনে আপনারা আমাদের ভোট দেননি। কিন্তু যাদের আপনারা ভোট দিয়েছিলেন তারা কি কোন কাজ করেছে? সব উন্নয়নমূলক কাজ করেছে আমাদের সরকার। গত ৩৪ বছরে বামফ্রন্ট সরকার কোন কাজ করেনি। আমাদের সরকার মাত্র সাড়ে ৭ বছরে যা কাজ করেছে তা সারা পৃথিবীর বিস্ময়, সারা পৃথিবীর গর্ব।

তিনি আরোও বলেন, ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ৫ বছরে ১০ কোটি কর্মসংস্থান করবে, তাঁর বদলে গত এক বছরে ২ কোটি মানুষ বেকার হয়েছেন। বেকারত্বের হার গত ৪৫ বছরে এখন সর্বোচ্চ। তেলের দাম এখন সব থেকে বেশি। যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, তখন বিজেপি সরকার প্রতিদিন তেলের দাম বাড়িয়েছে। দলিতদের ওপর, সংখ্যালঘুদের ওপর, সবার ওপর হামলা হয়েছে। এমনকি সাংবাদিক আর বুদ্ধিজীবীরাও ছাড় পাননি।

মমতা বলেন, গত পাঁচ বছরে মোদী-বাবু দেশের সর্বনাশ করেছেন। ওদের আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না। আমিও হিন্দু পরিবারে মানুষ হয়েছি। আমরা রামকৃষ্ণ পরমহংস দেবের এবং বিবেকানন্দের প্রচারিত হিন্দু ধর্মে বিশ্বাস করি।
একটি মানুষের দেহ যেমন কখনও বিভিন্ন অঙ্গ ছাড়া সম্পূর্ণ হতে পারেনা, তেমনি একটি সমাজ বিভিন্ন ধর্মের মানুষ ছাড়া সম্পূর্ণ হতে পারে না।
হিন্দু,মুসলিম, খ্রীষ্ঠান, বৌদ্ধ, জৈন এরকম সব ধর্মের লোকেদের এক সাথে নিয়েই আমাদের দেশ। যারা বিভেদের রাজনীতি করে তারা আমাদের দেশের প্রকৃত প্রতিনিধি নয়।

তিনি বলেন, বিজেপি আর ক্ষমতায় আসবে না। ওরা প্রত্যেক রাজ্যে হারবে। বাংলায় গোল্লা পাবে।
আমরা যদি বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর এক সময় অপেক্ষা করছে। আমাদের ওপর ভরসা রাখুন। দেশের রক্ষার জন্য তৃণমূল একমাত্র দল। তৃণমূল কংগ্রেস আগামী দিনে সরকার গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। নতুন ভোটারদের আমার শুভেচ্ছা। তাদের বলব তারা যেন দেশে নতুন সরকার আসার জন্যে এবং একটি নতুন ভোর দেখার জন্যে ভোট দেয়।
[ category লোকসভার লড়াই ]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*