আমরা পুরুলিয়াকে সেরা পর্যটন কেন্দ্র করবো, বিজেপি এলে সেটা হবে না; কোটশিলায় মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কাছে কোটশিলায় প্রার্থী ডঃ মৃগাঙ্ক মাহাতর সমর্থনে আজ এক নির্বাচনী সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সভায় তিনি বলেন, জঙ্গলমহলে শান্তি ফিরেছে এবং দার্জিলিঙের মত পর্যটকদের স্বপ্নের জায়গা হওয়ার সম্ভাবনা আছে। বিজেপি এখানকার ভালো হতে দেবে না। তিনি আরোও বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করেছি। আগে মানুষ এখানে বেড়াতে আসতেও ভয় পেত। একদিকে ছিল মাওবাদীদের অত্যাচার অন্যদিকে ছিল সিপিএমের অত্যাচার।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জঙ্গলমহলের সৌন্দর্য খুব বেশী। এখানে যুব আবাসন হয়েছে, কটেজ তৈরী হচ্ছে, হোমস্টে ট্যুরিজম তৈরী হচ্ছে। প্রশাসন এগুলো তাড়াতাড়ি করতে সাহায্য করবে। বিজেপিকে জিজ্ঞেস করুন তোমরা আমাদের জন্য কি করেছ? তোমাদের কেন ভোট দেব?

তিনি আরোও বলেন, যখন মাওবাদী এখানে আক্রমণ করত, তখন বিজেপি একবারও খোঁজ নিয়েছিল? যখন এখানকার মানুষ জল পায় না, একবারও দেখতে এসেছেন? বরং এখানে আদিবাসী ও মাহাতদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ঝাড়খণ্ড জোর করে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কারোর জমি কেড়ে নিই না। আমরা আইন করেছি এরাজ্যে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া যাবে না, কেনাও যাবেনা। আমরা আদিবাসীদের তাদের জমির পাট্টা দিয়েছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*