মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে অশান্তির ঘটনার একদিন পরেই কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। স্বাধীনতার পরে প্রথমবার সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে কমিয়ে দেওয়া হয়েছে প্রচারের সময়সীমা। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মহাজোটের নেতারা। আর আজ তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সপ্তম ও অন্তিম পর্বের ভোটগ্রহণের আগে গতকালই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট প্রক্রিয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি কমিশনের। যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে কংগ্রেস জানিয়েছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নিয়ে শাসকদলের সুবিধা করে দিয়েছে কংগ্রেস। অখিলেশ যাদব জানিয়েছেন কমিশনের সিদ্ধান্ত সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী ও মমতাকে সমর্থনও জানিয়েছিলেন তিনি।
ট্যুইটারে মায়াবতী জানিয়েছেন মোদী সরকার অনেকদিন থেকেই পশ্চিমবঙ্গকে টার্গেট করছে ও কমিশনের সিদ্ধান্তে তা স্পষ্ট হয়ে গিয়েছে।
মমতা লেখেন, তাঁকে ও বাংলার মানুষকে সমর্থন করার জন্য ধন্যবাদ। কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নেহাতই বিজেপির নির্দেশ ও এটি গণতন্ত্রকে আক্রমণ করেছে। তবে এর সঠিক জবাব মানুষই দেবেন, জানিয়েছেন মমতা।
Be the first to comment