বাংলায় বিজেপি যে ভাবে প্রচার বাড়াচ্ছে, এবং জাতীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের ভাবমূর্তি তৈরি করার চেষ্টা চলছে, তা রুখতে এ বার কোমর বাঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রচার ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলেন দিদি। সর্বভারতীয় রাজনীতির জন্য ৬ জনকে মুখপাত্র করা হল। রাজ্যসভায় তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েনকে প্রধান মুখপাত্র করলেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন, লোকসভা তৃণমূল দল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, মহুয়া মৈত্র এবং প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। এরই পাশাপাশি বাংলায় একটি মিডিয়া সেল গড়ে দিয়েছেন মমতা।
সূত্রের খবর, ওই মিডিয়া সেলে ১৫ জন নেতা-মন্ত্রী রয়েছেন। তাঁদের মধ্যে, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, সমীর চক্রবর্তী অন্যতম। অন্য দিকে রাজ্য স্তরে যে মিডিয়া সেল তৈরি হয়েছে, তাঁদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করা হয়েছে। সূত্রের খবর, দলের মুখপাত্ররা কোন বিষয়ে কী অবস্থান তুলে ধরবেন তা নিয়ে আলোচনা হবে ওই গ্রুপে। তা ছাড়া কোনও ব্যাপারে দিদির কী অবস্থান তাও ওই গ্রুপে জানানো হবে। যাতে এক এক জন নেতা কোনও বিষয়ে এক এক রকম মন্তব্য না করেন এবং বিভ্রান্তি না তৈরি হয়।
Be the first to comment