২০২১ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করছে। বৃহস্পতিবার নবান্ন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন। এদিনের বৈঠকে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলা এই বৈঠকে প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগের ব্যাপারে দু’পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আজ পর্যন্ত যতজনের ভোটকৌশল সাজানোর দায়িত্ব নিয়েছেন, প্রত্যেককে বিপুল ভোটে জিতিয়েছেন। তিনি প্রশান্ত কিশোর। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডির জয়ের প্রেক্ষিতে ফের একবার উঠে আসছে তাঁর নাম। প্রশান্ত কিশোরের কৌশলেই অন্ধ্রে বাজিমাত করেছেন রাজশেখর রেড্ডির ছেলে। ২০১২-তে মোদীর গুজরাট বিধানসভা ভোটের স্ট্র্যাটেজিস্ট হিসেবে আত্মপ্রকাশ প্রশান্ত কিশোরের। এর পর জেডিইউ নেতা নীতীশ কুমারের প্রচার কৌশল সামলেছেন তিনি।
এবার মমতার রণকৌশলও সাজাবেন প্রশান্ত কিশোর! আজ প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি হয় তৃণমূলের। আগামী ভোটে তৃণমূলের রণকৌশল ঠিক করবেন প্রশান্ত।
Be the first to comment