আগামী ১৫ জুন সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নিয়ে নীতি আয়োগের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে হবে ওই বৈঠক। সেই সভায় যোগ দেবেননা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্যের প্রকল্পগুলি রূপায়ণে কেন্দ্রের ওই উদ্যোগে কোনও আর্থিক সহায়তার ব্যবস্থা না থাকার কারণে বৈঠকে তাঁর উপস্থিতি অর্থহীন।
তিনি জানিয়েছেন, নীতি আয়োগের কোনও অর্থনৈতিক ক্ষমতা নেই। রাজ্যের উন্নয়নে কোনও ভূমিকা নিতে পারে না। শেষ সাড়ে চার বছরে এই দৃশ্যই দেখা গিয়েছে। তাই সেখানে যাচ্ছেননা তিনি।
আজ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকেও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে বলেন, আমি ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়েছি। এছাড়া, আমি অনেক মুখ্যমন্ত্রীকেও এই চিঠি লিখেছি। প্ল্যানিং কমিশন স্বাধীনতার পর থেকে কাজ করেছে। আমি নিজেও মুখ্যমন্ত্রী হিসেবে অনেক বৈঠকে গেছি। রাজ্যের দাবী জানাতাম, আলোচনা করতাম। তারা প্ল্যান সাইজ ঠিক করে দিত। কিন্তু, নীতি আয়োগে সেসব কিছু নেই।
দেখুন-
Be the first to comment