কোনও প্রকল্প বন্ধ করে পে কমিশন করা হবে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

ফাইল ছবি,

৮ বছরের রাজ্য সরকারের কাজের খতিয়ান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নবান্নে সব দফতরের মন্ত্রী ও সচিবদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ এদিন দফতরগুলির কাজের খতিয়ান নেন তিনি ৷ পরে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা ৷ কেন্দ্রকে তুলোধনা করে এদিন মমতা বলেন সবরকম ভাবে অসহযোগিতা করছে কেন্দ্র সরকার ৷ গত ৬ মাসে রাজ্যে কয়লা সরবরাহ করা হয়নি ৷ রাজ্যে বিদ্যুৎ উৎপাদন চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ৷ মমতার অভিযোগ বাকি সব রাজ্যকে কয়লা দেওয়া হলেও পশ্চিমবঙ্গ বাদ থেকে যাচ্ছে ৷

এদিন মমতা আরও বলেন চলতি বছরে ৫৬ হাজার কোটি টাকা শোধ করতে হবে রাজ্যকে। জিএসটি বাবদ আয় বেড়েছে ২৩ শতাংশ ৷ সামাজিক খাতে সরকারি ব্যয় বেড়েছে বলেও এদিন জানান তিনি ৷ তাঁর মতে নীতি আয়োগের নামে রাজ্যের নানা ইস্যুতে নাক গলাচ্ছে কেন্দ্র ৷ যা কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷ নীতি আয়োগের বৈঠকে গিয়ে লাভ নেই বলেই তিনি সেই বৈঠক বাতিল করেছেন বলে জানান মমতা ৷ শুধু ভাষণ শুনতে দিল্লি তিনি যাবেন না বলে কেন্দ্রকে কটাক্ষ করেন ৷

তবে এরই সঙ্গে তাঁর মত যোজনা কমিশন তৈরি হলেই তিনি দিল্লি যাবেন, সেই বৈঠকে যোগ দেবেন ৷ এদিন মমতা বলেন ৮ বছরে কৃষিক্ষেত্রের পিছনে সরকারি ব্যয় বেড়েছে ৫ গুণ ৷ পরিকল্পনা খাতে ৮গুণ খরচ বেড়েছে ৷ ৯ গুণ খরচ বৃদ্ধি পেয়েছে সামাজিক খাতে ৷ ১০০ দিনের কাজে যেন অবহেলা না হয়, সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

নবান্নে এদিন মমতা বলেন নির্বাচনের জন্য তিন মাস কাজ পিছিয়ে গিয়েছে রাজ্যে ৷ সেই সব কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দফতরকে ৷ তবে পে কমিশনের রিপোর্ট কেন জমা দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে ১২৪ শতাংশ ডিএ দেওয়া হয়েছে ৷ উন্নয়ন বন্ধ করে পে কমিশন করা হবে না ৷ যদি পে কমিশন রিপোর্ট দেয়, তাহলে অবশ্যই ভাবনা চিন্তা করবে রাজ্য সরকার ৷ কিন্তু কোনও প্রকল্প বন্ধ করে পে কমিশন করা হবে না বলে এদিন জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

শুনুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/412763379306895/?t=0

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*