হিন্দু মুসলিম বিভাজন করছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিজেপি বিভাজনের রাজনীতি করছে। হিন্দু, মুসলিম করে বিভাজন করছে। তোমরা দলের মাথায় থাকতে পারোনি কেন? শুক্রবার তৃণমূল কংগ্রেস ভবনে নদীয়া জেলার মিটিংয়ে একথাই বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন দলনেত্রী ধমক দেন শান্তিপুরের বিধায়ক অরিন্দমকে। ধমক থেকে রেহাই পাননি চাকদহের ব্লক সভাপতি, চাকদহের বিধায়ক এবং নদীয়ার নেত্রী রত্না ঘোষও।

এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ জয় বাংলা ব্যবহার করলে আমরা কেন পারবো না? জেলায় জেলায় আমাদের আরও প্রচার করতে হবে। জনসংযোগ বিছিন্ন হয়েছে। তা আরও বাড়াতে হবে। উন্নয়নমুখী প্রকল্প থেকে কোনও টাকা নেওয়া যাবে না। মমতা মনে করিয়ে দেন পার্থদা বলেছেন এইসব নেতাদের দলাদলিতেই এমন সমস্যা হয়েছে।

অন্যদিকে এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় ও শঙ্কর সিংকে বলেন, তোমরা যাদের মনে করছো কাজ করতে পারছেনা তাদের সরিয়ে অন্য মুখ আনতে হবে। মমতা আরও বলেন, শঙ্কর সিংকে বলেছি আপনার থেকে এটা আশা করিনি। এদিন মুখ্যমন্ত্রীর কাছে ধমক খান চাকদহ পুরসভার চেয়ারম্যান ও বীরনগর পুরসভার চেয়ারম্যানও। মমতা বলেন, তোমরা বিধাসভায় আগে এক হও। এক হয়ে লড়ো। মমতা উল্লেখ করে বলেন, আমাদের মধ্যেই অনেকে গদ্দারি করছে। নাহলে এত খারাপ ফল হয়না। পাশাপাশি অরিন্দম ও অজয়কে ঝগড়া মেটানোর কড়া নির্দেশ দিলেন মমতা। তিনি বলেন, কমিউনাল ভোট হলো রাজ্যে। আটকানো গেলোনা কেন? তারপরই সবাইকে হুঁশিয়ারি দিয়ে দলনেত্রী বলেন, ঘুরে দাঁড়ানোর জন্য এক মাস সময় দিলাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*