নিজের মতো করে চলতে চাইলে, দল থেকে বেরিয়ে যান; স্পষ্ট বার্তা মমতার

Spread the love

আজ পশ্চিম মেদিনীপুরের নেতাদের সাথে পর্যালোচনা বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জেলার নেতাদের স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দলের যেমন চায় তেমন থাকলে থাকুন আর নাহলে বেরিয়ে যান। এর আগে বেশ কয়েকটি জেলার লোকসভা নির্বাচনের ফল নিয়ে এমন বৈঠক করেছেন তৃণমূল নেত্রী, আজও তেমনই বৈঠক ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভায় নেতাদের উদ্দেশ্যে বলেন, দ্রুত বুথ ভিত্তিক কমিটি তৈরি করে সংগঠন মজবুত করতে হবে। সকাল ন’টা থেকে দলের অফিসে বসবেন। বিকেল চারটের পর আবার দলের অফিসে বসবেন। মাঝের সময়টা মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ান।”

তবে এদিন বৈঠকে হাজির ছিলেন প্রশান্ত কিশোর। জানা যায় গোটা বৈঠকেই তিনি একদম চুপচাপ ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের মতো করে চলা যাবে না। দলের মতো করে চলতে হবে। নিজের মতো করে চলতে চাইলে, দল থেকে বেরিয়ে যান।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*