অর্থনীতিতে নোবেল জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য অভিজিত্ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দারিদ্র্য দূরীকরণে তাঁর গবেষণার জন্যই বিশ্বের সর্বোচ্চ সম্মান পেলেন কলকাতার সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনী। অভিজিতের সঙ্গেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমার।
সোমবার নিজের ট্যুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্য়োপাধ্যায় লেখেন যে আরও এক বাঙালি গোটা দেশকে গর্বিত করলেন। অভিজিত্ যে সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন, সে কথাও তাঁর ট্যুইটে উল্লেখ করেন মমতা।
Be the first to comment