রাত পোহালেই ৭৫তম স্বাধীনতা দিবস। তার আগে রাত ১২টায় বার্তা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে আসবেন তিনি। এর আগে অবশ্য টুইটারে সংবিধানকে উদ্ধৃত করে একতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সংবিধানকে উদ্ধৃত করে তৃণমূল সভানেত্রী লেখেন, “আমরা ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ভাষা, পোশাক ভিন্ন। তবুও আমরা এক। তিনি আরও বলেন, দেশের প্রতি আমাদের ভালবাসা আমাদের বেঁধে রেখেছে। দেশের প্রতি আমাদের পবিত্র বন্ধন আমাদের জোটবদ্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, “আমরা ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। চলুন আমরা সকলে নতুন করে দেশের সঙ্গে যুক্ত হই। দেশকে রক্ষা করি।
একইরকম বার্তা দিয়েছেন অভিষেকও। লিখেছেন, দেশের প্রতি আমাদের ভালবাসা, আমাদের সংযোগ আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। এই সংযোগ আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন রাত ১২টায় ফেসবুক লাইভে বার্তা দেবেন অভিষেক।
দেশ স্বাধীনের নেপথ্যে যাঁদের বলিদানের কথা যুগে যুগে কালে কালে স্মরণ করে আমজনতা, তেমন ৩০ জনের ছবি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রোফাইল সেজে উঠেছে। সেইসঙ্গে তেরঙ্গার ছোঁয়া। তবে এই ছবির চেয়েও তাঁর প্রোফাইলে লেখা নজর কেড়েছে সকলের। দেশ সম্পর্কে নিজের ধারণা কয়েক লাইনে ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী।
তারপরই জানতে চেয়েছেন আমজনতার ধারণা। #MyIdeaForIndiaAt75 – এই হ্যাশট্যাগ তৈরি করে আমজনতার থেকে দেশ সম্পর্কে মতামত জানতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রবিবার সংবিধানকে উদ্ধৃত করে ঐক্যের বার্তা দিলেন তিনি।
Be the first to comment