পাটনার পর বেঙ্গালুরু। বিরোধী নেতা-নেত্রীদের বড় বড় কাট আউটে সেজে উঠেছে বাগিচা শহর। সেখানে অন্যান্য নেতাদের মতো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স জ্বল জ্বল করছে। ২৩ জুন পাটনায় সূচনা পর্বের পর আজ, বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে বিজেপি তথা মোদি-শাহ বিরোধী মহাজোটের দ্বিতীয় পর্ব। চব্বিশের লোকসভা ভোটই এখন পাখির চোখ দেশজুড়ে অবিজেপি দলগুলির। একের বিরুদ্ধে এক ফর্মুলায় আলোচনা হতে পারে আসন রফা নিয়েও।
আঞ্চলিক ভাবে কিছু দলের মধ্যে বিরোধিতা থাকলেও দেশের স্বার্থে দলভিত্তিক আসন কি এই বৈঠকেই চূড়ান্ত হবে? দেশবাসী সেই আগ্রহেই আজ ও কাল তাকিয়ে থাকবে বেঙ্গালুরুর দিকে। কারণ, এই একটি বিষয় চূড়ান্ত হলেই জোটের ভিত আরও মজবুত হবে। সামান্য যে সংশয়ের মেঘ ছিল, সেটাও কেটে গিয়েছে। আম আদমি পার্টির শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, তাঁরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। অর্থাৎ, ২৪টি দলকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া মহাজোটের মহাবৈঠকের আগে বিরোধীদের সম্মিলিত বার্তা, –“ইউনাইটেড উই স্ট্যান্ড”!
এদিকে এই মহাজোটের অন্যতম মুখ একুশের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে গো-হারা হারানোর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী স্থানীয় রাজনীতিতে তৃণমূল বিরোধী প্রচার চালিয়ে গেলেও, পঞ্চায়েত ভোটের সঙ্গেই তার সমাপ্তি চাইছেন সোনিয়া গান্ধী। আর তাই আজ, তাঁর ডাকা নৈশভোজেও মমতাকে পাশে চাইছেন সোনিয়া। এরপর আগামিকাল মঙ্গলবার তাজ ওয়েস্ট এন্ডের আনুষ্ঠানিক মহাজোটের বৈঠকে দু’জনের দেখা তো হতেই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক এবং ডেরেক ও’ব্রায়েও উপস্থিত থাকবেন।
জানা যাচ্ছে, আজ সন্ধ্যায় বিভিন্ন দলের নেতারা বসে আলোচনার একটি “কমন এজেন্ডা”র খসড়া তৈরি করবেন। তারপর নৈশভোজ। আগামিকাল, মঙ্গলবার সকাল ১১টায়
সেই এজেন্ডার উপর মূল বৈঠক। সূত্রের খবর, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অটুট রাখা, নির্বাচিত সরকারের উপর কেন্দ্র নিযুক্ত রাজ্যপালের অতি সক্রিয়তার প্রতিবাদ, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিরোধী জনপ্রতিনিধি ভাঙানোর মতো ঘটনা রোখার স্ট্র্যাটেজি তৈরি—এই সবই থাকবে অভিন্ন কর্মসূচিতে। কোথায় কোথায় হবে যৌথ সভা-সমাবেশ, তৈরি হবে সেই তালিকাও। এছাড়াও গঠন করা হবে একটি কোর গ্রুপ। প্রতি মাসে একবার বৈঠকে বসবে তারা।
Be the first to comment