জি-২০ বৈঠকে যোগ দিতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক

Spread the love

১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জি-২০র দায়িত্ব পেয়েছে ভারত(India)। এই সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে দেশের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন এই বৈঠকে। সেখানে উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংসদে শীতকালীন অধিবেশনের রণকৌশল নিয়ে আলোচনা করতে সোমবারই দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী এক বছরে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে ২০০ টি জি- ২০ বৈঠক হবে। সেখানে একাধিক বৈঠকের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ। এরই প্রস্তুতি বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ৬ ডিসেম্বর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন রাজস্থানের আজমেঢ় শরিফ ও পুস্কর। ঐ দিন রাতেই আবার দিল্লি ফিরবেন তিনি।

এরপর আগামী ৭ ডিসেম্বর বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন। সাংসদ সৌগত রায়ের দিল্লির বাসভবনে বেলা ৩ টেয় এই বৈঠক হবে। শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদদের ভূমিকা ও রণকৌশল নিয়ে আলোচনা করবেন। ঐ দিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেও সদ্য প্রয়াত মুলায়ম সিং যাদব সহ কয়েকজনের অবিচুয়ারী হয়ে অধিবেশন ঐ দিনের মতো মুলতুবি হয়ে যাবে। এর বাইরেও মুখ্যমন্ত্রীর আরও দু-একটি কর্মসূচি থাকতে পারে। মুখ্যমন্ত্রীর এবারের গোটা সফরে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*