
রোজদিন ডেস্ক, কলকাতা:- রেড রোডে নামাজ পাঠের অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে ‘দাঙ্গাবাজ’ বলে বিজেপিকে নিশানা মমতার। এরপরই সতর্ক করে বললেন, “কারও প্ররোচনায় পা দেবেন না।”
প্রতিবারের মতোই এবারও রেড রোডে আয়োজন করা হয়েছিল নমাজের। সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার সকাল ৯ টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে একহাত নেন মমতা। মমতা বলেন, “একদল ভেদাভেদের রাজনীতি করে। কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে। একটা বিশেষ দল বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। ওদের একটাই আওয়াজ দাঙ্গা করো, কিন্তু এখানে আমরা হিন্দু-মুসলিম সবাই ভাই ভাই। এখানে বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না। কারও কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না।” মুখ্যমন্ত্রীর কথায়, ‘একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না।’
এদিন অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা উল্লেখ করে মমতা বলেন, “ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা? আমি পরিষ্কার বলেছি, আমি শুধু হিন্দু না, মুসলিম, শিখ, খ্রীশ্চান-সহ সব ধর্মের। এটাই বাংলার পরম্পরা। বাংলা মানেই সম্প্রীতি।”
এরপরই শুধু গেরুয়া শিবির নয়, বামদেরও নিশানা করলেন মমতা। বললেন, “লাল-গেরুয়া মিশে গিয়েছে। ওরা একসঙ্গে টিকিট কেটে ওখানে গিয়ে ধর্মের রাজনীতি করতে চেয়েছিল। নতুন করে আবার দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না।”
এদিন অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। তিনি বলেন, ‘চাঁদের কোনও ধর্ম হয় না’। তৃণমূল সেনাপতির কথায়, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলে মিশে থাকতে হবে।” এরপরই বিজেপিকে এক হাত নিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, “জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না।”
আগামী রবিবার রামনবমী। তার আগেই বারবার সকল রাজ্যবাসীকে সতর্ক করে রাজ্যের প্রশাসনিক প্রধান বললেন, “উসকানিতে পা দেবেন না।”
এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে ঘোরেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।
Be the first to comment