এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ স্বত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বহু বছর ধরেই লোকসানে জর্জরিত এয়ার ইন্ডিয়া। মূলত সেই কারণেই এই পদক্ষেপ নিতে চলেছে সরকার। পাশাপাশি এই সংস্থার সহায়ক সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস-এরও সম্পূর্ণ স্বত্ব বিক্রি করে দিচ্ছে সরকার।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া নিলামের ন্যূনতম মূল্য ৫,০০০ কোটি টাকা। স্বত্ব বিক্রির পর, সংস্থার বাজারে আর ৩৩,৩৯০ কোটি টাকা ঋণ থাকবে। যে স্বত্ব কিনবে, তাকেই এই টাকা পরিশোধ করতে হবে। বাকি ঋণ মেটাবে একটি গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি। ২০১৬-জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া’র মোট ঋণ ৪৫,৯২০ কোটি টাকা।
আর বুধবার কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের পর অত্যন্ত ক্ষোভপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকার গোটা দেশটাকেই বেচে দেওয়ার চেষ্টা করছে। এটা হতে দেওয়া যাবে না। মিডিয়া মারফত জেনে দুঃখ হচ্ছে যে, সরকার আমাদের দেশের রত্ন এয়ার ইন্ডিয়া বেচে দেওয়ার জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, সরকার অবিলম্বে সিদ্ধান্তটি প্রত্যাহার করুক।
Be the first to comment