সংসদে হানা কাণ্ডে বাংলার যোগ আরও স্পষ্ট হচ্ছে। অন্যতম অভিযুক্ত ললিত ঝা-র কলকাতার যোগ প্রকাশ্যে এসেছে। এমনকী, লালবাজারের অনুমতি নিয়ে ওই এই শহরে ললিত র্যালি করেছিল বলেও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। সংসদে হানা কাণ্ডে দিল্লি উড়ে যাওয়ার আগে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নাম উঠে আসতেই সাফ বললেন, “বিজেপি-র কাজ হল বাংলার অপপ্রচার করা আর কুৎসা করা। বাংলা কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না।”
সংসদের ঘটনায় বাংলার যোগ উঠে আসার পর সরব হয় বিজেপি। এ প্রসঙ্গ বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনায় বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। ঝাড়খণ্ড বা কোথায়-কোথায় আছে আমি জানি না। তবে তদন্ত হোক। আর সেই তদন্ত নিরপেক্ষ হোক আমরা চাই। তাই আমরা কোনও উল্টো-পাল্টা মন্তব্য দিই না।” এ দিন মুখ্যমন্ত্রী বলতে গিয়ে বলেন, “আমরা উল্টো-পাল্টা কোনও মন্তব্য করি না। যা বলব দায়িত্ব নিয়ে বলব। আগে দায়িত্বশীল হওয়া জরুরি।”
উল্লেখ্য, বুধবার সংসদে স্মোক বম্ব হানা হয় সংসদে।
Be the first to comment