তৃণমূল কংগ্রেসের মুখপত্র “জাগো বাংলা” পত্রিকায় অনিল কন্যার দ্বিতীয় প্রতিবেদন

Spread the love

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন। ফের বাজছে মহাজোটের ডঙ্কা। গতকাল সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকও করেন মমতা। এমন পরিস্থিতিতে জাগো বাংলার জন্য ফের কলম ধরলেন CPIM এর প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাস। লেখার বিষয়বস্তু বঙ্গরাজনীতিতে নারীশক্তি। যার প্রথমভাগ প্রকাশিত হয় বুধবার। জানা গিয়েছে, মোট তিনটি কিস্তিতে প্রকাশিত হতে চলেছে ওই লেখাটি।

দিকপাল বাম নেতার কন্যা, যিনি নিজে বাম মনস্ক, তিনি তৃণমূলের মুখপত্রে সম্পাদকীয় লিখছেন! এ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নেট পাড়াতেও চলছে তর্কবিতর্ক। এরই মধ্যে আগুনে ঘি ঢালার মতো সেই লেখার দ্বিতীয় খণ্ড প্রকাশিত হল বৃহস্পতিবার। যা উত্তেজনার পারদ বেশ খানিকটা চড়িয়ে দিয়েছে।

তবে বিষয়টিকে বেশ প্রাসঙ্গিক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বাসন্তী দেবী, প্রীতিলতা ও য়াদ্দেদার, কল্পনা দত্তর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্রাগলকে এক ছত্রে বেঁধেছেন অজন্তা। যার তাৎপর্য অনেকটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এ প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ CPIM। তবে এ ক্ষেত্রে একটি বিষয় উঠে আসছে, দলের সঙ্গে কতটা সক্রিয় রয়েছেন অজন্তা বিশ্বাস। প্রেসিডেন্সি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বর্তমানে রবীন্দ্র ভারতীতে অধ্যাপনা করেন। ছাত্রাবস্থায় SFI-এর সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে সেভাবে দলীয় কোনও কর্মসূচিতেই দেখা যায়নি তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*