ইয়াস পরবর্তী পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পর্যালোচনা বৈঠক করেছিলেন, সেই বৈঠকে প্রোটোকল ভেঙেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে ৷ একই সঙ্গে ওই সূত্র জানাচ্ছে যে ওই বৈঠকের পর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়িয়েছেন বলে মনে করছে কেন্দ্রীয় সরকার ৷
উল্লেখ্য, গত সপ্তাহে পশ্চিমবঙ্গের ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন প্রধানমন্ত্রী ৷ আকাশপথে পরিদর্শনের পর তিনি কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক করেন। আর সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না ৷ তিনি কয়েক মিনিট থেকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষয়ক্ষতির হিসেব দিয়ে বেরিয়ে আসেন ৷
কেন্দ্রীয় সরকারের ওই সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান ঠিকই ৷ কিন্তু এর জন্য তিনি প্রধানমন্ত্রীর কোনও অনুমতি নেননি ৷ প্রধানমন্ত্রীও তাঁকে বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুমতি দেননি ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে তিনি ২০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করেন ৷ কিন্তু তাঁর এই দাবিকে কেন্দ্রের তরফে নস্যাৎ করে দেওয়া হয়েছে কারণ, প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রীর সেখানে আগে পৌঁছানো উচিত ৷
একই সঙ্গে ওই সূত্র জানিয়েছে যে পর্যালোচনা বৈঠক শেষের পর প্রধানমন্ত্রী আলাদা করে তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছিল ৷ কিন্তু তা না করেই মমতা সেখান থেকে চলে যান ৷ এমনকী, তাঁর আধিকারিকদেরও তিনি ওই বৈঠকে থাকতে দেননি ৷
অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে যে বিতর্ক চলছে, তাতে কেন্দ্রের পদক্ষেপকে একেবারে সংবিধান সম্মত বলেও মনে করছে ওই সূত্র ৷ তাদের মতে, আলাপন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার ৷ তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব সেদিন সঠিক ভাবে পালন করেননি ৷ যার ফলে প্রধানমন্ত্রীকে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ পশ্চিমবঙ্গের কোনও আধিকারিক বৈঠকে ছিলেন না ৷ কোনও আধিকারিকের এভাবে রাজনীতিতে জড়িয়ে পড়া উচিত নয় ৷
পাশাপাশি কেন্দ্রের ওই সূত্র মনে করছে যে আলাপন যে সঠিক কাজ করেননি ৷ আর এর জন্য যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে ৷ সেটা বুঝতে পেরেই তিনি অবসর নিয়ে নেন ৷ এর থেকেই বোঝা যাচ্ছে যে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকফুটে রয়েছেন ৷ তাই যে আধিকারিকের তিনি এক্সটেনশন চাইলেন, আবার তাঁকেই নির্ধারিত দিনে অবসরও নিতে দিলেন ৷
Be the first to comment