মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শান্তিনিকতনে অমর্ত্য সেনের বাড়ি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। তাতে ওই অর্থনীতিবিদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা তিনি চিঠি লিখে জানিয়েছিলেন অমর্ত্য সেনকে। আজ তারই উত্তর দিয়ে চিঠি দিয়েছেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ।
মুখ্যমন্ত্রীকে তিনি লিখেছেন, যখন কেউ কোনও কারণে আক্রান্ত হন, তখনই যে মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়ান, সেটা তিনি এই চিঠি পেয়ে বুঝেছেন। তাই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। পাশাপাশি তিনি লিখেছেন, “আপনার শক্তিশালী কণ্ঠ, আর ঠিক কী হচ্ছে, তা নিয়ে যা আপনি বুঝছেন, তা আমাকে শক্তি দিল।”
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির একাংশ বিশ্বভারতীর সম্পত্তি বলে অভিযোগ তোলা হয়। তা কেন্দ্রীয় শাসকদলের একাংশ তুলছে বলে অভিযোগ। এই বিষয়টি সামনে আসতেই সরব হন মমতা। সংবাদমাধ্যমের সামনে এই কারণে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চেয়ে নেন। পরে চিঠি লেখেন। চিঠিতে অমর্ত্য সেনের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মমতা লেখেন, “বিশ্বভারতীর কিছু নব্য হানাদার সম্প্রতি আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তুলতে শুরু করেছে।” পাশাপাশি সংখ্যাগরিষ্ঠতার গোঁড়ামি নিয়ে অমর্ত্য সেনের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment