ভোটের আগেই হার স্বীকার করলেন মমতা, কটাক্ষ অমিত মালব্যের

Spread the love

নন্দীগ্রাম থেকে লড়বেন, এ কথা নিজেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরই জানা গেল, ভবানীপুরে নয়, কেবল মাত্র নন্দীগ্রামেই লড়বেন মমতা। সেই ঘোষণার পর বিজেপির কেন্দ্রীয় নেতা তথা পশ্চিমবঙ্গের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্যের মন্তব্য, ‘ভবানীপুর আসন ছেড়ে হার স্বীকার করলেন মমতা।’

এবার বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। ২১ বছর ধরে তৃণমূলের যোদ্ধা শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পরই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। বিজেপি নেতারা বলতে শুরু করেন, ভবানীপুর কেন্দ্রে জেতার সম্ভাবনা নেই বলেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। আর এবার যখন জানা গেল যে নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে দিচ্ছেন মমতা। অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন, বিকল্প আসন হিসেবে নন্দীগ্রামে লড়ছেন না তিনি। তারপরই প্রতিক্রিয়া বিরোধী শিবিরের।

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরই টুইট করেন অমিত মালব্য। তিনি লিখেছেন, ‘পুরনো আসন ভবানীপুর ছেড়ে ইতিমধ্যেই হার স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ভোট পড়ার আগেই হার। বাংলা পরিবর্তনের জন্য তৈরি।’

যদিও বিজেপির এই সব মন্তব্যে আমল দিতে রাজি নয় তৃণমূল। তৃণমূল নেতা তাপস রায় বলেন, “এগুলো আসলে উস্কানিমূলক কথা। ২৯৪ টি আসনেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*