আমফানে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮। নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে বলেও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “আমফানে আমাদের এক লক্ষ কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে। আমরা দুর্গতদের জন্য একটা ত্রাণ তহবিল গঠন করেছি।”
আমফান সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা
আমফানের জন্য আবার জরুরি ভিত্তিতে ৬ হাজার ২৫০ কোটি টাকার ফান্ড ছেড়েছে রাজ্য সরকার।
যাঁদের ঘর নষ্ট হয়েছে, তাঁরা ৪৮ হাজার টাকা করে পাবেন। তার মধ্যে ২০ হাজার টাকা সরাসরি পাবেন।
বাকি ২৮ হাজার টাকা ১০০ দিনের কাজ করার জন্য পাবেন।
প্রথমে পাঁচ লক্ষ মানুষকে এটা দেওয়া হবে। পরে বাকি পাঁচ লক্ষ মানুষকে দেওয়া হবে।
পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পানের বরজের জন্য বরজ প্রতি ৫ হাজার টাকা সরাসরি দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “পান চাষিদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। একশো দিনের কাজের মধ্যে দিয়ে তাঁরা যেন আরও ১৫ হাজার টাকা করে পান, তাঁর গ্যারান্টি আমরা দিচ্ছি। এই ক্ষেত্রে ২০০ কোটি টাকা বরাদ্দ হচ্ছে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, ৮ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি অফিস খুলে যাবে। ১ জুন থেকে খুলে যাবে জুটমিল, চায়ের দোকান। একশো শতাংশ কর্মী নিয়ে কাজ হবে। পাশাপাশি ১ জুন থেকে খুলে যাবে রাজ্যের সব ধর্মস্থানও। তবে সেক্ষেত্রে ১০ জনের বেশি ধর্মস্থানে ঢুকতে পারবেন না। ধর্মস্থানে করা যাবে না কোনও অনুষ্ঠান।
Be the first to comment