নির্বাচন এলে শুধু রামের নাম করে ভোট চায় আর ৫ বছরে একটা রাম মন্দিরও বানাতে পারেনি; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসানুর রহমান,

হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে আজ জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে বিজেপি ও নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি উত্তরপ্রদেশে দাঙ্গা করে মানুষ মারছে, বিজেপি রাজ্যগুলোতে ওরা যা ইচ্ছে তাই করছে, কোন মানুষ বিচার পায় না। ওরা শুধু দাঙ্গা আর মানুষের মধ্যে ভাগাভগি করে।

সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করে মমতা বলেন, সিপিএম এর হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ হয়েছে, সিপিএম কংগ্রেস এখন বিজেপির কাছে নিজেদের আদর্শ বিক্রি করে দিয়ে একটা সাইনবোর্ড দল হয়ে গেছে। সিপিএম আমতা, মেমারি আর সাতগাছিয়ার মানুষের ওপর কিভাবে অত্যাচার করেছে তা আমরা কেউ ভুলে যাইনি। তিনি আরোও বলেন, বন্যা ক্ষরা হলে উনি বাংলায় আসেন না। আর এখন নির্বাচনের সময় এসেছেন ভোট চাইতে। গত ৩৪ বছরে যখন বাংলা জ্বলছিল তখন খোঁজ নিয়েছেন কখনো? খবর পেয়েই আমাকে ফোন করে আর তারপরেই মিডিয়াকে জানায়, দেখানোর জন্য। আর তারপরেই টুইট করে, বাংলায় আসে কখনো?

NRC নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসামে NRC করে ওরা ২২ লক্ষ হিন্দুর নাম বাদ দিয়ে দিয়েছে, আগে বিদেশি বানাবে তারপর নাগরিকত্ব দেবে, যা ইচ্ছে তাই করছে। বাংলায় NRC করতে এলে বাংলার মানুষ ওদের NBC (National Bidaai Certificate) দিয়ে দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*