রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর ৷ জানুয়ারিতে রাজ্যের সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ বৃহস্পতিবার নবান্নে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায় ৷
প্রসঙ্গত, ২০১৯-এর ২৬ জুলাই রাজ্যকে স্যাট নির্দেশ দিয়েছিল, ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। সেই ডিএ না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলাও দায়ের করে। রাজ্য ফের স্যাটে রিভিউ পিটিশন দায়ের করেছে। এই আইনি লড়াইয়ের মধ্যেই কর্মী সংগঠনের চিঠি যায় মমতার কাছে। তারপরই আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে। ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো।
পাশাপাশি এদিন কেন্দ্রের বকেয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , আমাদের বকেয়া প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০০ টাকা নিয়ে ওঁরা কথা বলছে। তাঁর অনুযোগ, কেন্দ্রের থেকে শুধু বঞ্চনা পেয়েছি।
Be the first to comment