করোনা মোকাবিলায় রাজ্য সরকার নয়া অ্যাপ আনল, নাম ‘সন্ধানে৷’ রাজ্যের কোথায় কোথায় করোনা সংক্রমণ বেশি, তা জানা যাবে এই অ্যাপে৷ আশাকর্মীদের মোবাইলে অ্যাপ-এর মাধ্যমে তথ্য৷ করোনা তথ্য পাবেন নবান্ন৷ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বৃহস্পতিবার মমতা ম্যাপে হটস্পটগুলি দেখিয়ে বলেন,৭ থেকে ৮টি জায়গা করোনা হটস্পট৷ এই জায়গাগুলিতে করোনা নিয়ন্ত্রণ করতে হবে৷
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, তেহট্টের যে পরিবারের একসঙ্গে পাঁচ জনের করোনা ধরা পড়েছিল, সেই পরিবারের একটি শিশুর দেহে এখনও সংক্রমণ রয়েছে। সেই কারণে তার মা সেরে উঠলেও তিনি এখনও বাড়ি ফিরতে পারেননি। বাচ্চার সঙ্গেই রয়েছেন হাসপাতালে।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮০৷ রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৷ গত ২৪ ঘণ্টায় ১২ জন নতুন করে করোনা আক্রান্ত বেড়েছে৷ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ৷ লকডাউন ভাঙা যাবে না৷ ভিড় এড়াতে সচেতন থাকতে হবে৷’
বুধবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ১১টি পরিবারের সদস্য করোনা আক্রান্ত৷ ৬১টি করোনা হাসপাতাল রয়েছে৷ ৫৫ হাজার ২৫৪ জন পর্যবেক্ষণে আছেন৷ ৫৬২টি কোয়ারেন্টাইন সেন্টার আছে৷
তিনি জানান, লকডাউনের মধ্যে জরুরি পরিষেবায় হোম ডেলিভারি ও ট্যাক্সিকে ছাড় দেওয়া হচ্ছে৷ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে ট্যাক্সিকে ছাড়৷ পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা করতে ক্ষুদ্র-মাঝারি শিল্পোদ্যোগীদের আহ্বান জানালেন মমতা৷ তাঁর কথায়, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা মাস্ক তৈরি করুন৷’
Be the first to comment