ডাক্তার ও রুগীদের মধ্যে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা শুক্রবার বিধানসভায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পষ্ট জানিয়ে দিলেন শাস্তি কোনও সমস্যার সমাধানের পথ হতে পারে না ৷ বিধানসভায় চলছে বাদল অধিবেশন৷ সেখানেই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোচনা চলছিলো। হঠাৎ উঠে আসে সাম্প্রতিক এনআরএস কাণ্ডের কথা ৷ রাজ্যের স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রশ্ন করেন ডাক্তারদের নিরাপত্তায় প্রশাসন কী পদক্ষেপ করেছে? এর জবাবে মুখ্যমন্ত্রী ডাক্তার ও রুগীর মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরেন ৷ বিধানসভায় তিনি বলেন, ডাক্তারদের গায়ে হাত তোলা ঠিক নয় ৷ তেমনই ডাক্তারদেরও রুগীর পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ শাস্তি দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না ৷ এই দুই পক্ষের মধ্যে ভালো সম্পর্ক না হলে পরিষেবা ভালো করে এগিয়ে যেতে পারে না ৷
এদিন অধিবেশনের মাঝেই ডাক্তারদের আন্দোলন বন্ধে বিভিন্ন রাজ্যে ‘এসমা’ জারির খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, কিছুদিন আগেই এনআরএস কাণ্ডে উত্তাল হয়েছে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ৷ সপ্তাহ জুড়ে ব্যাহত হয়েছিল সরকারি চিকিৎসা পরিষেবা ৷ এনআরএসের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হয়েছিলেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা ৷
Be the first to comment