সিঙ্গুরের জমিতে চাষ করতে অনীহা রয়েছে কৃষকদের একাংশের, বিধানসভায় জানালেন মমতা। সিঙ্গুরের জমিতে কৃষিকাজে অনীহা রয়েছে কৃষকদের একাংশের। বুধবার বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, জোর করে কাউকে চাষ করানো সম্ভব নয়৷
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা চাষ করতে চান, তাঁদের সবরকম সাহায্য করবে সরকার৷ কিন্তু জোর করে কাউকে চাষ করাতে পারবো না৷ কেউ চাষ করতে চাইলে সাহায্য করা হবে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের কৃষকরা। জমি ফেরত পাওয়া কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেরই অভিযোগ, প্রতিশ্রুতিমতো চাষযোগ্য হয়নি সিঙ্গুরের জমি। তাই শিল্প চাইছে জমি ফেরত পাওয়া কৃষকদের একাংশ। গত ২ বছরে কারখানা এলাকার পাঁচ মৌজার কৃষকদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে ক্ষোভ।
Be the first to comment