আসন্ন লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারকে বিভিন্ন ইস্যুতে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার কোচবিহারের রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন, মুখ্যমন্ত্রী বলেন, ‘বেটি বাঁচাও,বেটি পড়াও নিয়ে মিথ্যাচার করছে মোদি সরকার ৷ কেন্দ্রের প্রকল্পে বরাদ্দ মাত্র ১০০ কোটি ৷ বিজ্ঞাপনেই সব টাকা খরচ হচ্ছে ৷ কেন্দ্রের এই প্রকল্পে বরাদ্দ এত কম কেন ? বেটি বাঁচবে কি করে, পড়বেই বা কি করে ?’ নাম না করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মমতা ৷
পাশাপাশি মমতা বলেন, কোচবিহারে রেলপ্রকল্পের কাজ করেছিলাম ৷ রেলমন্ত্রী থাকাকালীন ওই কাজ করেছিলাম ৷ ১০০ দিনের কাজে শীর্ষে কোচবিহার ৷ কোচবিহারে পলিটেকনিক কলেজ, মেডিক্যাল কলেজ, হাসপাতাল হয়েছে ৷ গত ৭ বছরে সব কাজ হয়েছে ৷ ছিটমহল সমস্যার সমাধানও হয়েছে ৷ স্কলারশিপ ৭৫০ থেকে বেড়ে ১ হাজার টাকা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত মিলছে কন্যাশ্রী ৷
এছাড়াও এদিন একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মমতা ৷ তিনি বলেন, ‘রায়ডাক নদীর উপর সেতু হবে ৷ তপশিলি-আদিবাসীরা ঋণ পাচ্ছেন ৷ উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হয় ৷ ৩০ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ পাচ্ছেন ৷ পশ্চিমবঙ্গ কারও কাছে মাথা নত করে না ৷ নিজেদের টাকাতেই নিজেদের উন্নয়ন ৷ শিল্পীদেরও পাশে রয়েছে রাজ্য সরকার ৷ ২ লক্ষ শিল্পীকে আর্থিক সাহায্য দেবে সরকার ৷ বাদ্যযন্ত্র দিয়ে সাহায্য করছে রাজ্য ৷ কোচবিহার নির্মল জেলা হয়েছে ৷ কোচবিহারের সঙ্গে ভুটানের যোগাযোগ হয়েছে ৷ নেপাল,বাংলাদেশের যোগাযোগ বাড়বে ৷ জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা তৈরি হচ্ছে ৷’ একইসঙ্গে অসমের এনআরসি ইস্যুতেও কেন্দ্রকে কটাক্ষ করেন মমতা ৷ বলেন, অসমে বাঙালি খেদাও চলছে। গুজরাত থেকে বিহার, উত্তরপ্রদেশের নাগরিকদেরও তাড়ানো হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের বহু শ্রমিককেও খুন করা হয়েছে। আর বড় বড় কথা বলছে বিজেপি। কোচবিহারের সভায় কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তিনি আরও বলেন, ধর্মের নামে ভাগাভাগি করে, রক্তারক্তি করে রাজনীতি হয় না। বাংলার মানুষ মাথা উঁচু করে চলে। কারোও পরোয়া করে না।
Be the first to comment