দেশে এক সুপার এমার্জেন্সী চলছে: মমতা

Spread the love

মাসানুর রহমান,

আজকের ব্রিগেড সমাবেশে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই ইউনাইটেড ইন্ডিয়ার মঞ্চে ২৩-২৪ টি দল অংশ নিয়েছে। আগামীদিনে মোদী সরকারের এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে। এবার নতুন সকাল আসবে, সবাই একসাথে কাজ করব. এটাই আমাদের শপথ। তিনি বলেন, কিছু লোক আজ ভারতের সর্বনাশ করার চেষ্টা করছে। অরবিন্দ কেজরিওয়াল বলছেন, ৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি ৫ বছরে এই সরকার তা করে দেখিয়েছে। একে অপরকে ভেঙে দিয়েছে, সব প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে, বিদ্বেষমূলক রাজনীতি শুরু করেছে। সারা ভারতকে সর্বশান্ত করে দিচ্ছে। ব্যাঙ্ক ধুঁকছে, বাজার ঝুঁকছে, দাম বাড়ছে আর বিজেপি হাসছে। দাঙ্গায় ভারত সর্বশান্ত, আর বিজেপি দাঙ্গায় ব্যস্ত। নোট বাতিল, জিএসটি চালু করে পুরো ভারত লুঠ করে নিল। আর বলছে সবাই দুর্নীতিগ্রস্ত। উনি একা সৎ, আর বাকি সবাই অসৎ। তিনি বলেন ধর্মের নামে বজ্জাতি সহ্য করবনা, আমরা বাংলায় রথযাত্রার নামে দাঙ্গা লাগাতে দেব না। জনতার কাছে এই আমার প্রতিশ্রুতি। আমি প্রতিশ্রুতি দিলে আমি তা পালন করি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জনধন, এনপিএ, রাফাল, বীমা নিয়ে বড় কেলেঙ্কারি হয়েছে। অনেক কেলেঙ্কারি হচ্ছে দেশে। চোরের মায়ের বড় গলা। সততা দেখাচ্ছে।নির্বাচনের নামে টাকা লুঠ করছে। ওদের কত টাকা ছিল আর এই ৫ বছরে কত টাকা হয়েছে?রাজনীতিতে একটা সৌজন্য আছে, আপনারা মানেন নি, রাজনীতিতে একটা লক্ষ্মণরেখা আছে আপনারা তাও মানেন নি। আপনি সোনিয়া জি, লালুজি, অখিলেশ, মায়াবতি জি, আমি কাউকেই ছাড়েননি, তাহলে আপনাকে কেন সবাই ছেড়ে দেবে?

তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী ইতিহাস-ভূগোল-সংবিধান-গণতন্ত্র সব বদলে দিচ্ছে। সব যখন বদলাচ্ছে, বিজেপি সরকার কেন বদলাবে না? আজ দেশের মানুষকে বিচার দেওয়ার জন্য আমরা এই র‍্যালি করছি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*