(ভিডিও সৌজন্যেঃ টাইমস নাও)
বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মহাসংগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঐতিহাসিক জয়ের পর এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বললেন, ‘এটা মানুষের জয় হয়েছে। দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে বাংলা।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুশি আমার চেয়ারে ফিরে। আমার চেয়ার মুখ্যমন্ত্রীর চেয়ার নয়। সাধারণ মানুষের চেয়ার। সাধারণ মানুষ খুশি। আমি শুধুমাত্র ওদের জন্যই।’ অন্যদিকে, বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মমতা।
বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বললেন, বিজেপি নিজেদের পরাজয় মেনে নিতে পারছে না। তাই এসব করছে। মমতা বলেন, এটা বিজেপির রাজনৈতিক নাটক। আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, বিজেপির নয়। মানুষকে বিভ্রান্ত করছে ওরা।
এদিন বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, সাম্প্রদায়িক রাজনীতি করে ওরা শুধু। বাংলার মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে। নির্বাচনের সময় সবাই বাংলায় এসে করোনা ছড়িয়েছে। বিজেপির এত অহংকার, মনুষ্যত্ব নেই।’ কমিশনকে টার্গেট করে মমতা বলেছেন, ‘কমিশনকে শ্রদ্ধা করি। নির্বাচনী সংস্কারের প্রয়োজন। তবে বিজেপির কথায় কমিশন চালানো উচিত নয়। নিরপেক্ষ হওয়া উচিত। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘নতুন ভবন, মূর্তি, স্টেডিয়ামের জন্য টাকা খরত করতে পারে। সবার জন্য ভ্যাকসিন দিতে পারেন না!
এদিন কি বললেন মুখ্যমন্ত্রী?
Be the first to comment