মাসানুর রহমান,
ব্রিগেডে জনসভায় মোদীকে জোরালো আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অনেক হয়েছে আচ্ছে দিন, এবার কেন্দ্রকে বদলে দিন। অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে পুরো ধারাশায়ী করে দিন। দেশকে এক ও ভালো রাখতে হলে, বিজেপিকে বাদ দিন। দেশের মানুষ, কৃষক, শ্রমিকদের, যুবদের ভালো রাখতে হলে, সব ধর্মকে একসঙ্গে রাখতে বিজেপিকে বাদ দিন।
বিজেপি গেলে দেশের মঙ্গল।কে প্রধানমন্ত্রী হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা সকলে চাই বিজেপি যাক। বিজেপি চলে গেলে, তারপর আমরা ঠিক করব কে প্রধানমন্ত্রী হবে। আমি বিজেপিকে জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজেদের নেতাদের সম্মান দিয়েছেন? শত্রুঘ্ন সিনহাকে কি সম্মান দিয়েছেন? যে যশোবন্ত সিং অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে এত কাজ করেছে, তাঁকে কি সম্মান দিয়েছেন? অরুন শৌরীকে সম্মান দিয়েছেন? রাজনাথ সিং কে সম্মান দিয়েছেন? সুষমা স্বরাজকে সম্মান দিয়েছেন? নীতিন গড়করিকে সম্মান দিয়েছেন? নিজের দলকে সম্মান দিয়েছেন?
এছাড়াও তিনি বলেন আমার জন্মভূমি ভাগাভাগি পছন্দ করে না, ঘৃণা পছন্দ করে না, রক্ত নিয়ে হোলি খেলা পছন্দ করে না, বিভেদ পছন্দ করে না। মানুষকে বিজেপি সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। আজ দেশে ২ কোটি লোক বেকার আর আমরা বাংলায় বেকারত্বের হার ৪০% নামিয়ে এনেছি। তিনি বলেন আমরা প্রচুর নেতা দেখেছি তবে ভারতবর্ষে এমন হিটলার নেতা দেখিনি।
Be the first to comment