ছাত্ররা নিষিদ্ধ, কোভ্যাকসিন নিয়ে মোদী কীভাবে আমেরিকা যাচ্ছেন? প্রশ্ন মমতার

Spread the love

কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত নয় ৷ সে জন্য ছাত্র-ব্যবসায়ী-শিল্পপতি-সহ অনেকেই বিদেশে যেতে পারছেন না ৷ সেখানে প্রধানমন্ত্রী কীভাবে কোভ্যাকসিন নিয়েও আমেরিকা সফরে যাচ্ছেন ৷ নরেন্দ্র মোদীর দিকে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, জনতাকে এই প্রশ্নের জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে ৷ শুধু কোভ্য়াকসিনই নয়, কোভিশিল্ড নিয়েও ভারতীয়দের সফরের অনুমতি দিচ্ছে না অনেক দেশ ৷ দিল্লি কেন এ বিষয়ে নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷

ভবানীপুরে উপনির্বাচনের আগে প্রথম কর্মিসভায় আজ কোভিড টিকা নিয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দেশবাসী কোভ্যাকসিন ও কোভিশিল্ড নিয়েও কেন অন্যান্য দেশে যাওয়ার অনুমতি পাচ্ছেন না, সেই প্রশ্নে সরব হন তিনি ৷ রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল নেত্রীকে ৷ তিনি জানান, সেখানে যাওয়ার জন্য চিঠি দেওয়ার পরই রোমের প্রশাসনের জবাবে তিনি জানতে পারেন যে, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অধিবাসীদের সে দেশে যাওয়ার অনুমতি নেই ৷ কারণ সেখানে কোভিশিল্ড অনুমোদনপ্রাপ্ত নয় ৷ এই প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি এ বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর নিয়ে প্রশ্ন তোলেন ৷ মমতার কথায়, “ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশের কোভিশিল্ড ও কোভ্যাকসিন অন্যান্য অনেক দেশে নিষিদ্ধ ৷ সিঙ্গাপুরে ভারতীয়দের যাওয়ার অনুমতি নেই ৷ পড়াশোনা করতে যেতে পারেনি ছাত্ররা ৷ ব্যবসায়ী, শিল্পপতিরা যেতে পারছেন না ৷ কোভ্যাকসিন যখন হু-এর অনুমোদনপ্রাপ্ত নয়, তাহলে মোদি কীভাবে আমেরিকা যাচ্ছেন ? আপনার যাওয়া নিয়ে আমার কোনও আপত্তি নেই ৷ আপনি ৫০ বার যান ৷ কিন্তু যে ছেলেমেয়েরা পড়তে যেতে চাইছে, তাঁদেরও যাওয়ার ব্যবস্থা করতে হবে ৷ অনেক টাকা খরচ করছেন বাবা-মায়েরা ৷ কোভ্যাকসিনকেও হু যাতে অনুমোদন দেয়, সেই ব্যবস্থা করতে হবে ৷” এর আগেও কোভ্যাকসিনে হু-এর অনুমোদন পেতে কেন্দ্রের তৎপরতার দাবি জানিয়েছিলেন মমতা ৷ প্রসঙ্গত, কোভ্যাকসিনই নিয়েছেন প্রধানমন্ত্রী ৷

এ দিন মমতা রোমের প্রসঙ্গ টেনে বলেন, “রোমে যাওয়ার জন্য চিঠি দেওয়ার পর জবাবে জানতে পারলাম যে, কোভিশিল্ড সেখানে অনুমোদনপ্রাপ্ত নয় ৷ সেখানে ভারতীয়, শ্রীলঙ্কান ও বাংলাদেশিদের প্রবেশের অনুমতি নেই ৷ তাহলে আমরা যাব কী করে? আমরা তো সবাই কোভিশিল্ড ও কোভ্যাকসিন নিয়েছি ৷ কোভিশিল্ড তো আমেরিকা ও ব্রিটেনে অনুমোদন পেয়েছে ৷ ভারতীয়রা সিঙ্গাপুরেও যেতে পারছে না ৷ আমি যেতে পারছি না, তোমরা তো আসছো ৷ আমি খুশি, সবাই যত আসে আসুক ৷ আমরা কেন যেতে পারছি না ?”

ভারতীয়দের যে ভাবে বিভিন্ন দেশ নিষিদ্ধ করছে, তাতে দেশের মর্যাদাহানি হচ্ছে বলে তোপ দেগেছেন মমতা ৷ এ জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী একটু জানাবেন জনগণকে, ভারতীয়রা কি বর্জিত ? এ জন্য আমরা সত্যিই লজ্জিত ৷ আমার দেশ আমার দেশের জন্য কী করেছে ? ভারতের সেই গর্জন, তর্জন ও সাহস কোথায় গেল ? যে ভারত একদিন বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, আজ তাদের পায়ে ধরে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে ৷ এটা আমরা চাই না ৷ আমার দেশমাতৃকা চায় ভারত মর্যাদার সঙ্গে বাঁচুক ৷” এই বিষয়ে সরব হলেই আবার বিজেপি ইডি বা সিবিআই পাঠিয়ে দেবে বলে তোপ দাগেন তৃণমূল নেত্রী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*