শুক্রবার বিকেলে রাজ্যের দীর্ঘতম ফ্লাইওভার তথা সম্প্রীতি ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জিঞ্জিরা বাজার থেকে বাটানগর পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ রাস্তায় এই ফ্লাইওভার তৈরি হয়েছে ৷ এদিন আউট্রাম ঘাটের কাছে গঙ্গাসাগর মেলাগ্রাউন্ড থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়ালপুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই সম্প্রীতি ব্রিজ স্বামীজির নামেই উৎসর্গ করলাম।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধীরে ধীরে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি হবে। ৩ বছরে বদলে দিয়েছি গঙ্গাসাগরের ছবি। পাশাপাশি মমতা আরও বলেন, কেন্দ্র শুধুই প্রতিশ্রুতি দেয়। গঙ্গাসাগরে ব্রিজ তৈরির প্রতিশ্রুতি কেন্দ্র দিলেও তা এখনও বাস্তবায়িত হয় নি। তাই এদিন ব্রিজ রাজ্য সরকারই গড়বে বলে আশ্বাস দেন তিনি। মমতা বলেন, কেন্দ্রের কোনও সাহায্য আমাদের লাগবে না।
অন্যদিকে গঙ্গাসাগরের পুন্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে কোনও প্ররোচনায় পা দেবেন না। ঠিকমতো যান, আবার গঙ্গাসাগর থেকে ঠিকমতো ফিরে আসুন। তবে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অবশ্যই করবেন।
কী বললেন মুখ্যমন্ত্রী? শুনুন!
Be the first to comment